আমি
মারুফ আহমেদ শুভ
প্রফেশনাল ওয়েব ডেভলোপার

আমার মিশন
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার ব্যাপারটাকে আরও সহজ করার জন্য এই অনলাইন ই-লার্নিং প্লাটফর্ম তৈরী করা হয়েছে।
আমার ভিশন
আমার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে’ তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে দেশের মানব সম্পদকে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা।
আমার সম্পর্কে
আমি একজন দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন ওয়েব ডেভেলপার। ২০১৭ সাল থেকে Fiverr এবং Upwork ছাড়াও বিভিন্ন মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করে আসছি । আমি সাধারনত Shopify, Wix, Squarespace এবং WordPress এর মত জনপ্রিয় প্লাটফর্ম দিয়ে ওয়েবসাইট তৈরী করে থাকি। এছাড়াও কাস্টম ওয়ার্ডপ্রেস সাইট, ল্যান্ডিং পেইজ, প্লাগইন এবং থিম কাস্টমাইজেশন নিয়েও কাজ করি।
আমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কার্যকর ওয়েবসাইট তৈরি করি ,যা তার পণ্য বা সেবার বিক্রয় নিশ্চিত করে থাকে। ওয়েবসাইট তৈরির পূর্বে তিনি তার ক্লায়েন্টের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তার কাজ এবং কাজের ধরন নিয়ে আলোচনা এবং পরামর্শ প্রদান করি।
আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের ধরন এবং তাঁর সার্ভিস অনুযায়ী ওয়েবসাইটের ডোমেন-হোস্টিং বা ডিজাইন সম্পর্কে সঠিক পরার্মশ দিয়ে সহযোগিতা করে থাকি। এছাড়াও, ওয়েবসাইট সম্পর্কিত সকল বিষয়ে সাপোর্ট প্রদান করেন।
ক্লায়েন্টের বিশ্বাস অর্জন এবং মানসম্মত ওয়েবসাইট তৈরী করাই আমার প্রধান লক্ষ্য।
আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে ওয়েব ডিজাইন রিলেটেড বিষয়ক কোর্স প্ৰভাইড করে দক্ষ ফ্রিল্যান্সার তৈরী করতে কাজ করে যাচ্ছি।